বিশ্ববিদ্যালয় খোলার দাবি বেরোবি শিক্ষার্থীদের


স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করের তারা।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই দেশের প্রথম সারির নাগরিক। তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন। তাই স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহমুদ মিলন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইমুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিঠু খন্দকার প্রমুখ।
সঞ্চালনায়: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গোলাম মাহমুদ।